জুলাইয়ের জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচে খেলেছিলেন তামিম ইকবাল খান। এরপর চোটের কারণে প্রায় দুই মাস ছিলেন না দলে। এমনকি বোর্ড কর্তারা বিশ্বকাপ দলে রাখলেও নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। এখন চোট 🎉থেকে সুস্থ হয়ে রবিবার (১৯ সেপ্টেম্বর) প্রথমবারের মত অনুশীলনে নেমেছেন তামিম।
মিরপুরের শের-ই-বাংলা🦄 জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রবিবার সকালে ব্যাটিং অনুশীলন করেন দেশসেরা এ ব্যাটসম্যান। জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে বিশ্রামে যান তিনি। ৮ সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়া শেষে আবারও ব্যাট হাতে নিলেন এ ড্যাশিং অপেনার।
অপেনিংয়ে টাইগারদের একমাত্র ভরষার জায়গা হচ্ছে তামিম। এজন্য বোর্ড কর্তারা তাকে রেখেই সাজিয়েছিলেন বিশ্বকাপের দল। কিন্তু অনেকদিন ম্যাচ না খেলা, আর তার জায়গায় যারা খেলছে তারাও ভালো করছে এমন কারণ দেখিয়েই আচমকা বিশ্বকাপের দল𒀰 থেকে নিজেকে সরিয়ে নেন তামিম।
তবে তামিমকে ছাড়া অপেনিং জুটিতে ভালোই ভুগেছে টাইগার অপেনাররা। জিম্বাবুয়ে সিরিজে অবশ্য কিছুটা ভালো খেলেছে অপেনাররা। তবে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলেও হতাশ করেছে দলের অপেনিং জুটি। বিশ্বকাপে মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার ও লিটন কুমার দাসের🌃 মধ্যে যেকোনো দুই জনকে দেখা যেতে পারে অপেনিং জুটিতে।
আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) খেল꧂বেন তামিম।